বছরের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২ শতাংশ।
বিশ্লেষকদের পূর্বাভাসও এ হিসাবের কাছাকাছিই ছিলো। পরিস্থিতি আবার চাঙ্গা করতে কর ব্যবস্থাপনায় কিছু সংস্কারসহ নাগরিকদের বেশি করে ব্যয়ের জন্য উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে চীন সরকার।
এমন পরিস্থিতিতে চীনের অর্থনীতি নিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিখেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণেই চীনের অর্থনীতিতে প্রভাব পড়েছে।