channel 24

ব্রেকিং নিউজ

  • অবৈধ ক্যাসিনো ব্যবসা: রাজধানীর গুলশানে ঢাকা মহানগর...

  • দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়া আটক...

  • মতিঝিলে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবে অভিযানে আটক ১৪২

যুক্তরাজ্যে বড় বিনিয়োগ করেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান এনটিটি ডেটা

যুক্তরাজ্যে বড় বিনিয়োগ করেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান এনটিটি ডেটা

বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরে এবার যুক্তরাজ্যে বড় বিনিয়োগ করেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান এনটিটি ডেটা। যেখানে প্রতি বছর গড়ে সৃষ্টি হবে সাড়ে ৩শ কর্মসংস্থান। এছাড়া বার্মিংহামে এনটিটি ডেটার স্থাপিত ইনোভেশন সেন্টারে চলছে উদ্ভাবন ও গবেষণার কাজ। যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দেশটির অর্থনীতিতে বছরে ২৫৪ কোটি ডলারের অবদান রাখবে জাপানের এ প্রযুক্তি প্রতিষ্ঠান।

জাপান-যুক্তরাজ্যের বন্ধুত্ব নতুন নয়। দীর্ঘদিন ধরে একের পর এক প্রকল্পে যৌথভাবে বিনিয়োগ করছেন দুই দেশের ব্যবসায়ীরা।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি লন্ডনের প্রযুক্তি খাতে ৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে টোকিওভিত্তিক প্রতিষ্ঠান এনটিটি ডাটা। যেখানে প্রতি বছর গড়ে সাড়ে ৩শ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

এনটিটি ডাটা ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমন উইলিয়ামস জানান, ব্যবসায়িক অংশীদার হিসেবে সুসম্পর্কের ভিত্তিতে যুক্তরাজ্যে এ বিনিয়োগ করা হচ্ছে। ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে। প্রকৌশল পণ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সিস্টেমের উন্নয়নে গবেষণা করা হবে এখানে।

একই সাথে বার্মিংহামে ৪ কোটি ৪০ লাখ ডলার ব্যয়ে ইনোভেশন সেন্টার স্থাপন করেছে জাপানের এ প্রযুক্তি জায়ান্ট। যেখানে নতুন পণ্য উদ্ভাবনে কাজ করছেন উদ্ভাবক ও গবেষকরা।

এনটিটি ডাটা ইউকের ইনোভেশন টিমের প্রধান টম উইনসটেনলে বলেন, বর্তমান প্রযুক্তির উন্নয়ন ও নতুন প্রযুক্তি পণ্য উদ্ভাবনে কাজ আমাদের অভিজ্ঞ কর্মীরা কাজ করছে। একই সাথে চলছে গবেষণাও।

ইনোভেশন টিমের সদস্য ইভান ক্যালভার্ট বলেন, পুরোদমে চলছে গবষেণা ও উদ্ভাবন কার্যক্রম। ইতোমধ্যে ফেস ডিটেকশনের জন্য অত্যাধুনিক ক্যামেরা তৈরি করা হয়েছে। এছাড়া চিকিৎসা ব্যবস্থাকে আরো সহজ করতে সিএটি স্ক্যান, থ্রিডি প্রযুক্তির উন্নয়ন ও মানুষের মস্তিষ্কসহ নানা অঙ্গ তৈরিতে গবেষণা চলছে। অদূর ভবিষ্যতে দারুণ কিছু দিতে পারবো।

ব্রেক্সিট ইস্যুতে নড়বড়ে ব্রিটিশ অর্থনীতির উন্নয়নেও ভূমিকা রাখবে জাপানের এ বিনিয়োগ এমনটাই প্রত্যাশা এনটিটি ডাটা ইউকে প্রধানের।

সিমন উইলিয়ামস বলেন, প্রতি মুহূর্ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। পাশাপাশি রয়েছে সম্ভাবনাও। ব্রেক্সিটের কারণে হুমকিতে থাকা যুক্তরাজ্যের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রযুক্তি খাতের এ বিনিয়োগ।

যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, শুধু প্রযুক্তি পণ্য উদ্ভাবন ও গবেষণা নয় যুক্তরাজ্যের অর্থনীতিতে বার্ষিক ২৫৪ কোটি ডলারের অবদান রাখবে জাপানের এ প্রযুক্তি প্রতিষ্ঠান।

নিউজটির ভিডিও-

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর