channel 24

ব্রেকিং নিউজ

  • অবৈধ ক্যাসিনো ব্যবসা: রাজধানীর গুলশানে ঢাকা মহানগর...

  • দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়া আটক...

  • মতিঝিলে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবে অভিযানে আটক ১৪২

দ্বিতীয় ধাপে বাতিল ২২টি পণ্য দোকানে রাখলে জরিমানা: বিএসটিআই

দ্বিতীয় ধাপে বাতিল ২২টি পণ্য দোকানে রাখলে জরিমানা: বিএসটিআই

দ্বিতীয় ধাপে বিএসটিআই কতৃক বাতিল হওয়া ২২ টি পণ্য বাজারে এখনো আছে কিনা তার বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মানহীন পণ্য দোকানে রাখায় এখন পর্যন্ত বেশকটি দোকানে জরিমানা করা হয়েছে অন্তত দেড়লাখ টাকা। তবে দোকানিরা জানান, পণ্যগুলো কোম্পানী তুলে নেয়ার কথা থাকলেও তারা আসেনি।

গত ১২ মে ৫২টি মানহীন পণ্য ১০ দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপর গত মঙ্গলবার (১১ জুন) নতুন করে আরও ২২টি মানহীন পণ্যকে বাজার থেকে ৭২ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দেয়া হয়।

শনিবার (১৫ জুন) সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান শুরু করে বিএসটিআই। রাজধানীর মালিবাগ, খিলগাও, শান্তিনগরসহ বিভিন্ন বাজারে মুদি দোকানে পাওয়া যায় প্রাণ, স্কয়ারসহ নামী প্রতিষ্ঠানের মানহীন পণ্য।

তবে জরিমানার শিকার বেশিরভাগ দোকানি জানায়, নিষিদ্ধ পন্যগুলো প্রতিষ্ঠান তুলে নেয়ার কথা থাকলেও তারা নেয়নি। ২য় ধাপে বাতিল হওয়া পণ্যগুলোর বিষয়ে না জানার দাবি করেন অনেকেই।

মানহীন পণ্য নিয়ে বিএসটিআইয়ের সবশেষ প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয় গত বৃহস্পতিবার (১৩ জুন)।

ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন-

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর