channel 24

ব্রেকিং নিউজ

  • অবৈধ ক্যাসিনো ব্যবসা: রাজধানীর গুলশানে ঢাকা মহানগর...

  • দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ ভূঁইয়া আটক...

  • মতিঝিলে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবে অভিযানে আটক ১৪২

রপ্তানি আয়ে নতুন সম্ভাবনা পাট পাতার চা

রপ্তানি আয়ে নতুন সম্ভাবনা পাট পাতার চা

রপ্তানি আয়ে নতুন সম্ভাবনার নাম পাট পাতার চা। গতবছর প্রায় দুই টন এই চা রপ্তানী হয়েছে জার্মানীতে। সেদেশের আমদানিকারকরা জানিয়েছেন, এবার শুধু জার্মানি না সুইজারল্যান্ড, অস্ট্রিয়ার বাজারেও মিলবে নতুন উদ্ভাবিত এই চা। বাংলাদেশ পাটকল করপোরেশন এই চা রপ্তানীর জন্য প্রায় ১৯ একর জমিতে মানিকগঞ্জের লেমুবাড়িতে একটি পাইলট প্রকল্প শুরু করেছে।

একটা সময় পাটের পাতা শুধু শাক হিসেবে খাওয়া হতো। কিন্তু তা থেকে তৈরি হচ্ছে চা। যা রপ্তানি করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রাও। এই চা বাজারজাত করতে মানিকগঞ্জের লেমুবাড়িতে একটি পরীক্ষামূলক প্রকল্প নিয়েছে সরকার।

এখানে প্রাকৃতিক উপায়ে চাষ করা হচ্ছে পাট। তারপর সেই পাতা শুকিয়ে গুঁড়ো করে তৈরি হচ্ছে চা। সাথে মেশানো হচ্ছে জুঁইয়ের নির্যাস। দেশের বাজারে এই চা বাণিজ্যিকভাবে না মিললেও তা যাচ্ছে জার্মানিতে। সেখানকার একটি প্রতিষ্ঠান ইতোমধ্যে ২টন চা আমদানি করেছে। সেই ধারাবাহিকতায় এবারও রপ্তানি হবে পাট চা।

প্রকল্পের উপদেষ্টা জানান, এই চায়ে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় নানাবিধ রোগের জন্য উপকারী। চা তৈরির প্রকল্পটি চলছে বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এই চা দেশেও বাজারজাতের পরিকল্পনা রয়েছে তাদের।

বিজেএমসি জানায়, ধীরে ধীরে এই প্রকল্পটিকে আরও বড় আকার দেয়া হবে।

ভিডিওতে প্রতিবেদনটি-

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর