channel 24

সর্বশেষ

  • সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লালমনিরহাট এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত...

  • লাইনচ্যুত হয়ে বগিতে আগুন, ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ

সোয়া পাঁচ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা বৃহস্পতিবার

সোয়া পাঁচ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা বৃহস্পতিবার

সোয়া পাঁচ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট দেয়া হবে বৃহস্পতিবার (১৩ জুন)। প্রথমবারের মতো যা জাতীয় সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন ভ্যাট আইন চালু, কয়েকটি খাতে বাড়তি প্রণোদনা এবং ছোট বড় নানা সংস্কারে নজর থাকছে এবার। সেই সাথে চেষ্টা থাকছে ষোলো কোটি মানুষকে সন্তুষ্ট করে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের।

সীমিত সম্পদ সুষ্ঠু বণ্টনের মাধ্যমে সবাইকে খুশি করার নামই বাজেট। ষোলো কোটি মানুষের জন্য জীবনে প্রথমবার সেই চেষ্টাই করবেন নতুন অর্থমন্ত্রী।

উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনৈতিক সামর্থ্য আর গতিশীল প্রবৃদ্ধি সহজ করে দিয়েছে সেই কাজ। কিন্তু হিমশিম খেতে হচ্ছে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবেলায়। তারওপর বাস্তবায়িত হচ্ছে নতুন ভ্যাট আইন।  

সরকারের নতুন মেয়াদে প্রথম বাজেটের আকার ছাড়াচ্ছে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা। যা মোট দেশজ উৎপাদনের ১৮ শতাংশ। এই টাকা খরচ করে সরকার প্রবৃদ্ধি নিতে চায় ৮ শতাংশের ওপরে। আর মূল্যস্ফীতির লক্ষ্য সাড়ে পাঁচে ধরে রাখা। এরই মধ্যে উন্নয়ন খরচ চূড়ান্ত হয়েছে দুই লাখ কোটির উপরে। বাকিটা চলে যাবে সুদ পরিশোধ, বেতন ভাতা, ভর্তুকি প্রণোদনাসহ অনুন্নয়ন খাতে।

ব্যয়ের সাথে পাল্লা দিয়ে আয় বাড়াতেও থাকছে নতুন উদ্যোগ। এক রকম পুরনো আইনের আদলে চালু হচ্ছে নতুন ভ্যাট আইন। যার ওপর ভর করে রাজস্ব আহরণের লক্ষ্য পৌনে চার লাখ কোটি। এর মধ্যে এনবিআরকেই আদায় করতে হচ্ছে সোয়া তিন লাখ কোটি।

নতুন বাজেটে ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় দেড় লাখ কোটি। যা মেটাতে নির্ভরতা বাড়ছে বিদেশি উৎস এবং দেশীয় ব্যাংকের ওপর।

বিপরীতে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য কমানো হচ্ছে চলতি বাজেটের সংশোধিত অঙ্কের চেয়ে। প্রবাসী আয় এবং রপ্তানি খাতের ওপর প্রণোদনার জন্যও বরাদ্দ বাড়ছে নতুন বাজেটে।

ভিডিওতে বাজেট নিয়ে প্রতিবেদন-

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর