channel 24

সর্বশেষ

  • এমপিদের উপজেলা পর্যায়ে দলীয় প্রার্থী না হতে প্রধানমন্ত্রীর নির্দেশ: কাদের

  • পর পর রেল দুর্ঘটনার পেছনে চক্রান্ত আছে কি না, তা তদন্ত হবে: প্রধানমন্ত্রী

  • হলি আর্টিজান মামলার রায় যেকোনো দিন

  • রোহিঙ্গা গণহত্যার পূর্ণ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্মতি

  • বিশ্বকাপ বাছাই: ওমানের কাছে ৪-১ গোলে হারলো বাংলাদেশ

কক্সবাজারে লোকসানে চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারীগুলো

কক্সবাজারে লোকসানে চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারীগুলো

কক্সবাজারে লোকসানের মুখে একে একে বন্ধ হয়ে যাচ্ছে চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারীগুলো।

ভারত থেকে অবৈধপথে পোনা সরবরাহ, পোনার ন্যায্যমূল্য না পাওয়াসহ নানা কারণে ক্ষতির মুখে এ শিল্পে সাথে জড়িত হ্যাচারী মালিকরা।

গেলো দুই বছরে বন্ধ হয়েছে ত্রিশটির বেশি। বাকি গুলো বন্ধ হওয়ার উপক্রম। এতে বেকার হচ্ছেন স্থানীয় শ্রমিকরা। ফলে এ শিল্প বাচাতে উদ্যোগ নেয়ার দাবি হ্যাচারী মালিকদের। হ্যাচারি জোন।

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এই জোন থেকে উৎপাদিত পোনা যায় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানের চিংড়ি ঘেরে।

বছরের মে থেকে শুরু হয় পোনা উৎপাদনের কাজ। যা চলে টানা নয় মাস। তাই অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয় হ্যাচারীগুলোতে। কিন্তু এবার বেশিরভাগ হ্যাচারীতে নেই সেই ব্যস্ততা।

ভারত থেকে অবৈধভাবে ভাইরাসযুক্ত পোনা সরবরাহ, ন্যায্য মূল্য না পাওয়াসহ ক্রমাগত লোকসানের কারণে পোনা উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন হ্যাচারী মালিকরা।

এরই মধ্যে বন্ধ হয়ে গেছে উখিয়া-টেকনাফের ৩০টি হ্যাচারী। যেখানে কর্মসংস্থান হারিয়ে বেকার দেড় হাজারের বেশি শ্রমিক। এভাবে চলতে থাকলে বাকি ২৬ টি হ্যাচারীও বন্ধ হওয়া শংকা মালিকদের।

দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় অবস্থানে এ চিংড়ি শিল্প। তাই এ শিল্পের সাথে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে রক্ষায় উদ্যোগ নেয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য।

দেশের বিভিন্ন অঞ্চলের চিংড়ি ঘেরে প্রায় ৮০ ভাগ পোনা সরবরাহ করে কক্সবাজারে হ্যাচারীগুলো। 

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর