channel 24

সর্বশেষ

  • ভোটের তারিখ পরিবর্তনে সরকারের আপিত্ত নেই: কাদের

  • বিএনপির সমর্থনে জনগণ রাস্তায় নেমে এসেছে: মির্জা ফখরুল

  • ভোট ও পূজা একদিনে হলেও আইন-শৃঙ্খলার অবনতি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • তুরাগ তীরে জুমার নামাজে লাখো মুসল্লির ঢল

বিজিএমইএর প্রথম নারী সভাপতি হচ্ছেন রুবানা হক

বিজিএমইএর প্রথম নারী সভাপতি হচ্ছেন রুবানা হক

বিজিএমইএর প্রথম নারী সভাপতি হতে যাচ্ছেন রুবানা হক। তার নেতৃত্বে সম্মিলিত ফোরাম বিজিএমইএ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে।

রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন, নির্বাচন কমিশনার এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর।

২৬টি পদের সবকটিতে জয় পায় রুবানা হকের প্যানেল। ফলাফল মেনে নিয়েছে সবপক্ষ।

জয়ের পর প্রতিক্রিয়ায় রুবানা হক বলেন, এ নির্বাচনে সবাই জয়ী হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পোশাক কারখানার মালিকরা তাদের নেতৃত্ব বেছে নিয়েছে।

নির্বাচনে জয়ী পরিচালকরা হলেন- রুবানা হক, এস এম মান্নান, ফয়সাল সামাদ, মোহাম্মদ নাছির, আসিফ ইব্রাহিম, আরশাদ জামাল, এম এ রহিম, কে এম রফিকুল ইসলাম, মো. শহীদুল হক, মশিউল আজম, ইনামুল হক খান, মাসুদ কাদের, ইকবাল হামিদ কোরাইশী, নাছির উদ্দিন, কামাল উদ্দিন, সাজ্জাদুর রহমান মৃধা, রেজওয়ান সেলিম, মুনির হোসেন, এ কে এম বদিউল আলম, মিরান আলী, মোহাম্মদ আবদুল মোমেন, মোশারফ হোসেন ঢালী, শিহাব উদ্দোজা চৌধুরী, মহিউদ্দিন রুবেল, শরীফ জহির ও নজরুল ইসলাম।

এছাড়া চট্টগ্রাম অঞ্চলে এই প্যানেলের বিজয়ীরা হলেন- মোহাম্মদ আব্দুস সালাম, এ এম চৌধুরী, এ এম মাহবুব চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন,অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ মুছা ও মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা।

মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক প্রয়াত ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকের সহধর্মিণী।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর