শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে ই বর্জ্য নিয়ে এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
এ সময় মন্ত্রী বলেন, ডিজিটালাইজেশনের দিকে যত দেশ এগিয়ে যাবে তত ঝুঁকি বাড়বে। ফলে প্রযুক্তির ব্যবহার বন্ধ করা বা সুযোগ কমিয়ে দেয়ার চেয়ে এসব পণ্যের বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার জন্য বেসরকারি উদ্যোগকে এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী।
গোলটেবিল বৈঠকে ই বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সরকারি সহায়তা চাওয়া হলে বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, আইনের কিছুটা সংশোধন হলেই এটা সম্ভব।