প্রতিদিনের কেনাবেচায় লেনদেন হওয়া নগদ টাকার পরিমাণটা কম নয়। ক্রেতা আর বিক্রেতাদের আর্থিক সুবিধার জন্য তাই মেলায় থাকে বিভিন্ন ব্যাংকের অস্থায়ী শাখা।
আরও: ধর্মীয় বিধি-নিষেধের কারণে দিনের পরীক্ষা দিবেন রাতে
বদলাচ্ছে ডিএনডি বাঁধ এলাকার চিত্র
বিমানে বিপদজনক যাত্রীর ক্ষেত্রে হাতকড়া ব্যবহারের সিদ্ধান্ত
একমাসের জন্য খোলা ব্যাংকের এমন শাখায় নগদ লেনদেনে নিরাপদ থাকেন মেলা আসা টাকা উত্তোলন আর জমাদানকারী সবাই।
শুধু টাকা জমা দেয়া আর উঠানোই নয়, এসব ব্যাংক গ্রাহকদের দিয়ে থাকে নিয়মিত সেবা।
গ্রাহকরা বলছেন, নগদ জমা আর উত্তোলনের সুবিধা থাকায় টাকা বহনের ঝুঁকি থেকে নিরাপদ থাকছেন তারা।
তবে, শুধু টাকা-পয়সার লেনদেনই নয় ব্যাংকের অস্থায়ী এ সব শাখা থেকে মিলছে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সেবাও।
এবারের মেলায় সরকারি সোনালী আর জনতার পাশাপাশি গ্রাহকদের সেবা দিচ্ছে বেসরকারি ইসলামী, ডাচ বাংলা ব্যাংক।