পেঁয়াজের দামের মতোই দাম কমতির দিকে শীতকালীনসবজির। সরবরাহও স্বাভাবিক ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলাসহ প্রায় সব ধরনের কাঁচাপণ্যের। যাতে খানিকটা স্বস্তি ক্রেতাদেরও।
তবে ক্রেতাদের অসন্তোষ চালের বাজারে। কেননা, মিল মালিকদের কারসাজিতে মাস খানেক আগে কেজিতে দাম বেড়েছে ৪ থেকে ৬ টাকা। সরকারের নানামুখী উদ্যোগের পরও দিন কয়েক আগে যার দাম কমেছে মাত্র এক থেকে দু টাকা।
এদিকে, অপরিবর্তিত প্রায় সবধরণের মাছের দাম। ইলিশের দাম কমেছে সর্বোচ্চ ১শ টাকা পর্যন্ত। প্রতি কেজি গরুর মাংস ৪৮০ এবং খাসীর মাংস বিক্রি হচ্ছে ৮শ' টাকায়।