চলতি অর্থবছরে ২ লাখ ৯৬ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের। রাজস্ব আহরণের প্রবৃদ্ধির হিসাবে যা গেল অর্থবছরের চেয়ে প্রায় ৩২ শতাংশ বেশি।
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ
কিশোরগঞ্জের পাগলা মসজিদ, দানবাক্স খোললেই মেলে কোটি টাকা
অর্থবছরের প্রথম ৬ মাসে আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৬ হাজার কোটি টাকা। যেখানে এসময়ে এনবিআরের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ২৪ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে আমদানি রপ্তানি শুল্ক খাত।
সাবেক এনবিআর চেয়ারম্যান ড. মো.আবদুল মজিদ বলেন, ঘাটতি কমাতে না পারলে নির্ভরশীলতা বাড়বে বৈদেশিক সাহায্য, ব্যাংক ঋণসহ অন্যান্য খাতে।
সিপিডি'র ড. সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান ও সাবেক এনবিআর চেয়ারম্যান ড. মো.আবদুল মজিদের মতে, বাড়তি ব্যয় কমানোর পাশাপাশি গুরুত্ব দিতে হবে রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে। পাশাপাশি প্রয়োজন কর ব্যবস্থাপনার বেশ কিছু সংস্কার এবং দৃঢ় প্রস্তুতিসহ ভ্যাট আইনের যথাযথ বাস্তবায়ন।