channel 24

সর্বশেষ

  • 'সোনালী কাবিন'-এর কবি আল মাহমুদ মারা গেছেন...

  • রাজধানীর একটি হাসপাতালে রাত ১১:০৫ মিনিটে মারা যান তিনি...

  • মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর

মেলায় রেকর্ডসংখ্যক আয়কর রিটার্ন জমা ও কর আদায়

মেলায় রেকর্ডসংখ্যক আয়কর রিটার্ন জমা ও কর আদায়

সপ্তাহব্যাপী করমেলার শেষ দিনেও উৎসবমুখর পরিবেশে সেবা নিয়েছেন করদাতারা। দাবি থাকলেও মেলার সময়সীমা বাড়ানো হয়নি। এনবিআর জানিয়েছে, এবার রেকর্ডসংখ্যক আয়কর রিটার্ন জমা ও কর আদায় হয়েছে। আয়কর মেলা শেষ হলেও একই রকম সেবা চালু থাকবে বিভিন্ন কর অঞ্চল ও সার্কেলগুলোতে।

আয়কর মেলার শেষ দিনে সকাল থেকেই ভিড় বাড়তে থাকে সেবা প্রত্যাশীদের। আয়কর বিবরণী জমা, নতুন নম্বর নেয়া, ই ফাইলিং কিংবা কর সংক্রান্ত নানা বিষয় জানতে অনেকে উপস্থিত হন অফিসার্স ক্লাবে। 

এ মেলা করভীতি কমাতে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন নানা শ্রেণী পেশার মানুষ। তাই, তাদের প্রত্যাশা, সেবা দেয়ার এমন সংস্কৃতি চালু রাখা উচিত সারা বছর ধরেই। কেউ কেউ দাবি জানান, মেলার সময়সীমা বাড়ানোর। 

কর আদায়, টিআইএন কিংবা বিবরণী জমা দেয়ার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে এবারের আয়োজন। তবে করদাতাদের দাবি থাকলেও সময়সীমা বাড়াতে রাজি নয় এনবিআর। কর্মকর্তারা জানান, মেলার পর কর অঞ্চলগুলোতে এমন সেবা চালু রাখা হবে।
সট: জিয়া উদ্দিন মাহমুদ, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ বিভাগ), এনবিআর

২০১৮-১৯ অর্থবছরে আয়কর থেকে আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ১ লাখ কোটি টাকার ওপরে।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর