channel 24

সর্বশেষ

  • 'সোনালী কাবিন'-এর কবি আল মাহমুদ মারা গেছেন...

  • রাজধানীর একটি হাসপাতালে রাত ১১:০৫ মিনিটে মারা যান তিনি...

  • মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর

শুরু হচ্ছে বাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো

শুরু হচ্ছে বাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো

বাংলাদেশের চামড়াজাত পণ্যের সম্ভাবনা ও সক্ষমতা বিশ্বের বড় বড় ব্র্যান্ড ও ক্রেতাদের কাছে তুলে ধরতে আগামী ২২শে নভেম্বর থেকে রাজধানীতে ২য় বারের মত শুরু হচ্ছে বাংলাদেশ লেদার ফুটওয়্যার ও এন্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো, ব্লিস।


"বাংলাদেশ-ডেস্টিনেশন নেক্সট" শ্লোগানে বাণিজ্য মন্ত্রনালয়ের সাথে যৌথভাবে এর আয়োজন করছে লেদারগুডস এন্ড ফুটওয়ার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, এলএফএমইএবি।  

তিনদিন ব্যাপী এই আয়োজনের উদবোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু জানান, রফাতি খাতে বৈচিত্র্য আনতে সরকার চামড়া ও চামড়াজাত পণ্যকে প্রাধান্য দিচ্ছে।

অনুষ্ঠানে এলএফএমইএবির সভাপতি সাইফুল ইসলাম জানান, প্রদর্শনীতে ১৩টি দেশের ৩০টির বেশি ব্র্যান্ডের প্রতিনিধিরা আসবেন।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর