পূর্বের অভিজ্ঞতা ভুলে এবছর নতুন করে আলু চাষ শুরু করছেন যশোরের চাষীরা। আলু চাষের জন্য বিখ্যাত যশোরের সাতমাইল, তীরের হাট, আবদুল্লাহপুরসহ বেশ কয়েকটি এলাকা।
বৈরী আবহাওয়া ও আলুর বাজার দর কম থাকায় গেলোবার চাষীদের লোকসান গুনতে হয়েছে হেক্টর প্রায় ৫ হাজার টাকা। এবছর আবহাওয়া আলু উৎপাদনের অনুকূলে থাকলেও বাজার মূল্য নিয়ে শঙ্কা চাষীদের মাঝে।
এ বছর বেড়েছে সার, কীটনাশকের ও শ্রমের ব্যয়। সাথে যোগ হয়েছে উচ্চ বীজের দামও।সব মিলিয়ে হেক্টর প্রতি এবারের উৎপাদন ব্যয় ৫০ হাজার টাকা। আলু চাষকে লাভজনক করে তুলতে কৃষকদের নানাবিধ সহায়তার দিচ্ছে কৃষিবিভাগ।
চলতি মৌসুমে যশোর জেলায় ২ হাজার ৫শ' হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।