channel 24

সর্বশেষ

  • লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব ইসির: ওবায়দুল কাদের...

  • ভালো প্রার্থী পেলে মহাজোটের অন্য দলকে আসন ছাড়বে আ.লীগ

  • মুক্তিযুদ্ধের শক্তি ঐক্যবদ্ধ, বিজয় সুনিশ্চিত: নাসিম

  • বর্তমান সরকারের ক্ষমতায় থাকা অসাংবিধানিক: ড. কামাল

  • সরকার ইচ্ছামতো বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে: ফখরুল

  • নির্বাচন বানচালের চেষ্টা করলে জাতি তাদের ক্ষমা করবে না: বি. চৌধুরী

  • প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না ইসি, নিরপেক্ষতার প্রশ্নে ছাড় নয়: কমিশনার শাহাদাত

  • কাল শুরু পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা; থাকছে না এমসিকিউ

উর্ধ্বমুখী ডিমের বাজার

উর্ধ্বমুখী ডিমের বাজার

প্রায় এক মাস হল উর্দ্ধমুখী ডিমের বাজার। টিসিবির তথ্যমতে, বছর ব্যবধানে মুরগীর লাল ডিমের দাম বেড়েছে ২৮ শতাংশের বেশি।

বর্তমানে পাইকারীতে প্রতি পিস বিক্রি হচ্ছে প্রায় সাড়ে সাত টাকায় খুচরায় যা বিক্রি হচ্ছে সাড়ে আট টাকায়। আড়তদাররা বলছেন গেল বছর দাম কমে যাওয়ায় এবছর খামারে উৎপাদন কমেছে। যার ফলে এসময়ে মূল্য বেড়েছে। তবে, হাঁস ও দেশী মুরগীর ডিমের দামে তেমন একটা পরিবর্তন আসেনি। স্বল্পমূল্যে মানুষের আমিষের চাহিদা পূরণ করে থাকে খাদ্যপণ্য ডিম। তবে, প্রায় একমাস হল উর্দ্ধমুখী এ পণ্যের বাজার।

সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্যমতে, বছর ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে প্রায় সাড়ে ২৮ শতাংশ। রাজধানীর তেজগাঁওয়ে ডিমের পাইকারী বাজারের সবশেষ তথ্যমতে, বাজারটিতে মুরগীর ১০০ পিস লাল ডিম বিক্রি হচ্ছে ৭৫০-৭৬০ টাকায়। অর্থাৎ পাইকারীতে একটি ডিমের মূল্য ৭ টাকা ৫০ পয়সা থেকে ৭ টাকা ৬০ পয়সা। প্রতি হালিতে যা প্রায় ৩০ টাকা। তবে সাদা ডিম বিক্রি হচ্ছে কিছুটা কম দামে। এটি প্রতি হালিতে পড়ছে প্রায় সাড়ে ২৮ টাকা।

এদিকে কারওয়ান বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩৪ টাকায়। অর্থাৎ প্রতি পিসের মূল্য প্রায় সাড়ে আট টাকা। এ বাজারে লাল ও সাদা ডিমের পার্থক্য হালিতে মাত্র এক টাকা। আড়তদাররা ডিমের এ বাজারকেই অনেকটা স্বাভাবিক মনে করছেন। তাদের মতে, এরকম দাম থাকলে কৃষকরা লাভবান হবেন এবং ডিম উৎপাদনে উৎসাহিত হবেন। গেল বছরের একটি সময়ে ডিমের দাম বেশ কমে যায়। তখন খুচরায় প্রতি হালি বিক্রি হয়েছে ৩০ টাকার কমে।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর