channel 24

ব্রেকিং নিউজ

  • পদ্মা সেতুর মূল অংশে ৭৩ শতাংশ কাজের অগ্রগতি...

  • নদী শাসন ৫০ ও সার্বিক অগ্রগতি ৬৩ শতাংশ: সেতুমন্ত্রী

  • ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের...

  • উদ্বেগের বিষয়গুলো নিয়ে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

  • হাতিরঝিল থানার নাশকতা মামলায় মির্জা ফখরুলসহ বিএনপির...

  • শীর্ষ ৫ নেতার জামিনের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতি

  • তিন সন্তানের জননীকে গণধর্ষনের বিচার দাবিতে...

  • নোয়াখালীর কবিরহাটে হাজারো মানুষের মানববন্ধন

  • সৌদি থেকে দেশে ফিরছেন আরও ৮০ নির্যাতিতা নারী

  • হাতিরঝিল থানার নাশকতা মামলায় মির্জা ফখরুলসহ বিএনপির...

চলতি অর্থবছরের প্রথম দুমাসে বাণিজ্য ঘাটতি ২শ' ১১ কোটি ডলার

চলতি অর্থবছরের প্রথম দুমাসে বাণিজ্য ঘাটতি ২শ' ১১ কোটি ডলার

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২শ ১১ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৪ কোটি ডলার বেশি। বিশ্লেষকরা বলছেন, আগের চেয়ে রপ্তানি আয় বাড়লেও তার চেয়ে বেশি বেড়েছে আমদানি প্রবৃদ্ধি। অবকাঠামো উন্নয়নে আগামী কয়েকবছরে এটি আরো বাড়বে বলে মনে করছেন তারা। তাই, বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানি বাড়ানোর সব রকম সক্রিয় পদক্ষেপ নেয়ার পাশাপাশি আগামী দিনগুলোতে সতর্ক হওয়ার পরামর্শ তাদের।

গেল এক দশকে প্রায় সব সূচকেই ইতিবাচক ধারা। এসবে ভর করে পরিসর বাড়ছে অর্থনীতির। সবশেষ হিসাব বলছে, দেশের এখন মোট রপ্তানি আয় প্রায় ৩৭ বিলয়ন বা ৩ হাজার ৭শ কোটি ডলার। তবে, চলতি অর্থবছরের শুরুতেই বেড়েছে বাণিজ্য ঘাটতি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০১৮-১৯ অর্থবছরের জুলাই এবং আগস্ট এ দুই মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২১১ কোটি ডলারে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৭৭ কোটি ডলার।

এ দু মাসে আমদানি করা হয়েছে ৮৮২ কোটি ডলারের পণ্য। একই সময়ে গত বছর যা ছিল এর চেয়ে ৪৭ কোটি ডলার কম। এদিকে, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে ৬৭২ কোটি ডলারে পণ্য। গেল বছরের এ সময়ে যা ছিল ৬৫৯ কোটি ডলার। অর্থাৎ রপ্তানি প্রবৃদ্ধি বাড়লেও বিপরীতে আমদানি ব্যয়ের গতি আরো বেশি।

ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের সহ সভাপতির মতে, বাণিজ্য ঘাটতি কমাতে সরকারকে আরো শক্ত হতে হবে। দূর করতে হবে শুল্ক-অশুল্ক বাধা। এছাড়াও, বাণিজ্যে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্য বাড়াতে হবে।

প্রতিযোগী দেশগুলো রপ্তানি বাড়ানোর লক্ষ্যে সবধরণের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান অর্থনীতিবিদ এবং ব্যবসায়িরা।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর