সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক অ্যাকাউন্টে ৪ কোটি টাকা জমার ঘটনায় ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীমসহ ৬ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।
সকালে দুদক কার্যালয়ে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়। গতকাল কমিশনের পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেনের সই করা নোটিশ পাঠানো হয়। অভিযোগে বলা হয়, ফারমার্স ব্যাংকের কিছু কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি টাকার ঋণ অনুমোদন করিয়ে হস্তান্তর করা হয়েছে। এই অভিযোগের অনুসন্ধানে তাদের তলব করা হয়েছে।