channel 24

সর্বশেষ

  • 'সোনালী কাবিন'-এর কবি আল মাহমুদ মারা গেছেন...

  • রাজধানীর একটি হাসপাতালে রাত ১১:০৫ মিনিটে মারা যান তিনি...

  • মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর

চুয়াডাঙ্গায় জনপ্রিয়তা পাচ্ছে কেঁচো থেকে উৎপাদিত ভার্মি কম্পোস্ট সার

চুয়াডাঙ্গায় জনপ্রিয়তা পাচ্ছে কেঁচো থেকে উৎপাদিত ভার্মি কম্পোস্ট সার

চুয়াডাঙ্গায় দিন দিন জনপ্রিয় হচ্ছে কেঁচো থেকে উৎপাদন হওয়া ভার্মি কম্পোস্ট সার। এই সার পরিবেশবান্ধব ও সাশ্রয়ী হওয়ায় ব্যবহারে আগ্রহী হচ্ছেন কৃষকও। সেই সাথে এটি উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন বহু যুবক। সাধারণত দুইজাতের কেঁচোর ক্রস করে পাওয়া বাচ্চা ডি কম্পোস্ট গোবরে ছেড়ে দেয়ার মাধ্যমে এই সার তৈরি হয়।

'কেঁচো কম্পোস্ট' বা 'ভার্মি কম্পোস্ট' সার। যা কেঁচো থেকে তৈরি। এই সার তৈরিতে ব্যবহৃত হয় আফ্রিকান ব্লাক নাইট ও অস্ট্রেলিয়ান রেড ওয়ান জাতের কেঁচো। এদের ক্রস করে উৎপাদন করা হচ্ছে বাচ্চা। এরপর হাউজে জমানো ডি কম্পোস্ট গবর খেতে দেয়া হয়। যা থেকে তৈরি হয় কম্পোস্ট সার। গুনগত মান সম্পন্ন এই সার উৎপাদন করে চুয়াডাঙ্গার অনেক বেকার যুবক স্বাবলম্বি হচ্ছে।

এ সার জমির উর্বরতা শক্তি বাড়িয়ে দেয় দ্বিগুন। ফসলি জমিতে এই সার ব্যবহারে আগ্রহী হচ্ছেন কৃষকরা। ব্যবহার হচ্ছে বাড়ির আঙ্গিনা বা ছাদের বাগানেও। অন্য যেকোন সারের থেকে প্রাকৃতিক উপায়ের এই সার যথেষ্ট পরিবেশ বান্ধব বলছেন কৃষি কর্মকর্তা। ৪০ কেজির প্রতিবস্তা ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট সার বিক্রি হচ্ছে চারশ টাকায়।

 

 

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর