channel 24

সর্বশেষ

  • কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই...

  • রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ...

  • কাল বাদ জুম্মা জাতীয় ঈদ গা মাঠে জানাজা; শনিবার চট্টগ্রামে দাফন

  • মহানবী (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

  • নতুন কারও সাথে ঐক্যের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি...

  • প্রয়োজনে জোটের পরিসর বাড়তে পারে: ওবায়দুল কাদের

  • খাশোগি হত্যা: তুরস্কের কাছে অডিও-ভিডিও চেয়েছে যুক্তরাষ্ট্র

বাণিজ্য সম্ভাবনার অর্ধেকও কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

বাণিজ্য সম্ভাবনার অর্ধেকও কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্য সম্ভাবনার অর্ধেকও কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। ফলে বাড়ছে ঘাটতি। যা ভবিষ্যৎ সংকট বাড়াতে পারে, এই অঞ্চলের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায়। এমন তথ্য উঠেছে এ নিয়ে করা বিশ্বব্যাংকের এক গবেষণায়।

বাণিজ্য না বাড়ার পেছনে শুল্ক-অশুল্ক বাধাসহ বেশ কিছু বিষয় তুলে ধরা হয় এ সময়। অর্থমন্ত্রী বলেন, গেলো কয়েক বছরে অবস্থার উন্নয়নে কাজ করছে সরকার। যার প্রতিফলন পাওয়া যাবে শিগগিরই।

রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা বাণিজ্যিক, তিন কারণেই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারত। যাদের সাথে বছরে পণ্য ও সেবা আমদানি-রপ্তানি হয় প্রায় সাত বিলিয়ন ডলার। কিন্তু, এই বাণিজ্যের সিংহভাগই দখলে রেখেছে ভারত। অথচ, সে দেশে রফতানির বড় সুযোগ থাকলেও কাজে লাগাতে পারছে না বাংলাদেশ।

এর পেছনে শুল্ক-অশুল্কসহ নানা বাধার কথা উল্লেখ করে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ও সমন্বয়ক সঞ্জয় কাঠুরিয়া বলেন, বাণিজ্যে ভারসাম্য আনার স্বার্থেই এটি কমানোর দিকে মনোযোগী হওয়া দরকার দুপক্ষেরই।

দক্ষিণ এশিয়ার আন্তঃবাণিজ্য নিয়ে করা ওই গবেষণায় বলা হয়, দেশগুলোর সাথে বাংলাদেশের সম্ভাবনা আছে প্রায় ১৯ বিলিয়ন ডলার আমদানি-রপ্তানির। বিপরীতে এই অঙ্ক ৮ বিলিয়নের কম। পাশাপাশি মোট বাণিজ্যের ৮৪ শতাংশই হচ্ছে দক্ষিণ এশিয়ার বাইরের দেশগুলোর সাথে।

বিশ্ব ব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তাদের নিজেদের সাথে সম্পন্ন করে থাকে ৬৩ শতাংশ বাণিজ্য।

এমন বাস্তবতায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানো এবং চলমান সঙ্কট দূর করার পরামর্শ আসে অনুষ্ঠানে।

বর্তমানে দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে মোট বাণিজ্য হয় ২৩ বিলিয়ন ডলারের। যার চার ভাগের তিন ভাগই দখলে রেখেছে ভারত।

বিশ্বব্যাংক বলছে, এই অঙ্ক বাড়ানো সম্ভব আরো তিনগুণ। যাতে অংশ বাড়বে অন্য দেশগুলোরও।

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর