এফবিসিসিআই মিলনায়তনে প্রতিনিধিদলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মানু সিথিপ্রাসানা। তারা বাংলাদেশে ব্যবসার পরিবেশ বিষয়ে জানতে চান। এ সময় সংগঠনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা এদেশে বিনিয়োগের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে থাইল্যান্ডের ব্যবসায়ীরা স্বাস্থ্য, কৃষি, সিরামিক, মোটর কারখানাসহ নানা ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।