channel 24

সর্বশেষ

  • ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটির কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল

  • চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ কাল; পুলিশের অনুমতি না পাওয়ায় এখনও চূড়ান্ত হয়নি স্থান

  • দুর্নীতি নিয়ে দুদক চেয়ারম্যানের মন্তব্য স্পষ্ট নয়; বললেন কাদের

  • বানের জলে চরম দুর্ভোগ; দু'দিনের মধ্যে মধ্যাঞ্চলে আরও অবনতির শঙ্কা

পুঁজিবাজারে চীনা জোটের বিনিয়োগে আশাবাদী বিশ্লেষকরা

পুঁজিবাজারে চীনা জোটের বিনিয়োগে আশাবাদী বিশ্লেষকরা

প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে ডিএসইকে আস্থাশীল এবং বিনিয়োগের অনন্য ক্ষেত্র হিসেবে এগিয়ে নিতে চায় চীনা জোট সাংহাই-শেনজেন। তবে মালিকানা কেনার মাধ্যমে নেয়া এই উদ্যোগের গুণগত পরিবর্তন দেখতে অপেক্ষা করতে হবে লম্বা সময়। কেননা সবগুলো প্রস্তাবই দীর্ঘমেয়াদি।

ডিএসই বলছে, দুপক্ষ ভালোমতো কাজ করলে শিগগিরই ইতিবাচক প্রভাব পড়বে বাজারে।

কৌশলগত অংশীদার হিসেবে প্রায় হাজার কোটি টাকায় ডিএসইর ২৫ শতাংশ মালিকানা কিনেছে চীনা জোট। উদ্দেশ্য, প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাজারকে স্থিতিশীল, একই সাথে মুনাফার উৎস হিসেবে এগিয়ে নেয়া। তবে এই উদ্যোগে সত্যিকার অর্থেই কী ধরনের পরিবর্তন আসবে, তা দেখতে অপেক্ষা করতে হবে লম্বা সময়। কেননা সাংহাই-শেনজেনের সবগুলো উদ্যোগ পরিকল্পনাই দীর্ঘমেয়াদি।  

পুঁজিবাজারে এক রকম খরা চলছে দীর্ঘদিন ধরে। বড় প্রকল্পের অর্থায়নের উৎস হিসেবে চিন্তা করা হলেও, বাস্তবে দেখা যায়নি কোনো উদ্যোগ। এমনকি, ভালো মানের শেয়ার সঙ্কটও দুশ্চিন্তায় ফেলেছে বিনিয়োগকারীদের। তাহলে কেনো ডিএসইর মালিকানা কিনল চীনা জোট? এমন প্রশ্নের জবাবে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, অন্যতম কারণ দেশের অর্থনৈতিক অগ্রগতি।

মালিকানা কেনার পর মূলত কয়েক বিষয় নিয়ে কাজ করতে চায় সাংহাই-শেনজেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, বন্ড বাজারকে শক্তিশালী করা, বাজারে বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি করা, একই সাথে, লেনদেন এবং হিসাব ব্যবস্থাপনায় গতি আনা। এজন্য প্রয়োজন হলে, চীন থেকে তথ্যপ্রযুক্তিদদের এনে সংস্কার করতেও আগ্রহী ওই জোট। যা বাস্তবায়ন হলে, ভালো মানের শেয়ার এবং বিদেশি বিনিয়োগও আসবে ভবিষ্যতে। যদিও ডিএসইর সাথে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর তাৎক্ষণিকভাবে খুব বেশি ইতিবাচক প্রভাব পড়েনি পুঁজিবাজারে।

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর