শেষ দিনে রাজধানীর বেশিরভাগ পশুর হাটে বেচাবিক্রি কম। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যাপ্ত গরু-ছাগল হাটে থাকলেও বেচাকেনা নেই। ব্যবসায়ীরা বলছেন, গেলো দুদিন যে হারে কোরবানির পশু বেচাকেনা হয়েছে তা আজ দেখা যায়নি। তবে শেষদিনে যারা কোরবানীর পশু কিনেছেন সন্তুষ্টি ছিলো তাদের কন্ঠে।
হাটের অবস্থা দেখে বোঝার উপায় নেই- রাত পেরুলেই ঈদ। সারি সারি গরু-ছাগল কিন্তু সেই অর্থে কেনা-বেচা নেই। গেলো দুদিন যে হারে কোরবানির পশু কেনাবেচা হয়েছে মঙ্গলবার তা দেখা যায়নি।
গাবতলী, আফতাবনগর, কমলাপুরসহ রাজধানীর বেশিরভাগ পশুর হাটে বিকেল পর্যন্ত পর্যাপ্ত যোগান ছিলো কোরবানির পশুর। কিন্তু ক্রেতাদের পদচারণা ছিলো কম।
তবে শেষদিনে যারা কোরবানীর পশু কিনলেন সন্তুষ্টি ছিলো তাদের কন্ঠে।
আর বিক্রেতাদের ছিলো মিশ্র প্রতিক্রিয়া।
এদিকে তেঁজগাওয়ে পশুর হাট পরিদর্শন করতে এসে ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজি বন্ধে তৎপর আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিএমপি কমিশনার, সাংবাদিকদের বলেন, ঈদ আনন্দ উদযাপন করতে যারা রাজধানী ছেড়েছেন তাদের বাসাবাড়ির নিরাপত্তায় সর্বোচ্চ নজরদারি থাকছে পুলিশের।