গেলবারের চেয়ে কম মূল্য নির্ধারণে এবার কোরবানীর পশুর চামড়ার দাম নিয়ে শংকায় আছেন যশোর ও নাটোরের চামড়া ব্যবসায়ীরা। তার উপর ট্যানারি মালিকদের কাছে পাওনা রয়েছে গত দুইবছরের টাকা। একে তো পুঁজি সংকট, তার উপর চামড়ার দাম নিয়ে হতাশ ব্যবসায়ীরা। এ অবস্থায় সম্ভাবনাময় এ শিল্প টিকিয়ে রাখতে চামড়ার মূল্য পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।