সামনে কোরবানি ঈদ তাই গরু মোটাতাজা করতে ব্যস্ত সময় পার করছেন খামারীরা। খামারীরা বলছেন, ক্ষুদ্র ঋণ নিয়ে দেশীয় পদ্ধতিতে খড়, ঘাস, দানাদার খাবারে গরু মোটাতাজা করছেন তারা।
গরু মোটা-তাজা করণে নিষিদ্ধ ওষুধ ব্যবহার রোধে সতর্ক প্রশাসন। ঝিনাইদহেও গরু মোটা-তাজাকরণে ব্যস্ত খামারীরা।
তবে ভারতীয় গরু আসায় দেশী গরুর ভাল দাম নিয়ে আতংকে তারা। অবৈধভাবে ভারতীয় গরু আমদানি রোধে নজরদারির কথা জানালেন এই কর্মকর্তা। প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, বিভিন্ন জাতের প্রায় ৫৩ হাজার গরু মোটাতাজা করা হচ্ছে এই জেলায়।