channel 24

সর্বশেষ

  • 'সোনালী কাবিন'-এর কবি আল মাহমুদ মারা গেছেন...

  • রাজধানীর একটি হাসপাতালে রাত ১১:০৫ মিনিটে মারা যান তিনি...

  • মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর

বড়পুকুরিয়ায় ফের কয়লা উত্তোলন নিয়ে শঙ্কা

বড়পুকুরিয়ায় ফের কয়লা উত্তোলন নিয়ে শঙ্কা

ঘোষিত সময়ের মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া খনিতে ফের কয়লা উত্তোলন শুরু নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। খনি থেকে কয়লা লোপাটের পর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিলো, আগামী মাসেই আবারও উৎপাদন শুরু হবে। কিন্তু খনির শ্রমিকদের দাবি, উৎপাদনে যেতে আরও সময় লাগবে। সেইসাথে আছে বকেয়া বেতন-বোনাস পরিশোধের বিষয়টিও।

বড় পুকুরিয়া খনি থেকে বিপুল পরিমাণ কয়লা গায়েবের ঘটনায় নড়েচড়ে বসে সরকারের শীর্ষ মহল। দফায় দফায় খনি এলাকা পরিদর্শন আর পেট্রোবাংলার ছোটাছুটি। অবশেষে পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, আগামী সেপ্টেম্বর থেকে আবারও খনি থেকে কয়লা উত্তোলন সম্ভব হবে। তবে একমত নন খনির শ্রমিকরা। তাদের দাবি, খনির ভূগর্ভে এ মুহূর্তে তাপমাত্রা অনেক বেশি। তাছাড়া রাস্তাও দেবে যাওয়ায় কয়লা উত্তোলন শুরু হতে আরও সময় লাগতে পারে। 

শ্রমিক নেতারা বলছেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে কয়লা উত্তোলণে কাজ চলছে। তবে, দ্রুত বকেয়া বেতন বোনাসসহ পাওনা পরিশোধের দাবিও জানান তারা। গত ১৯ জুলাই বড়পুকুরিয়া খনির ১ লাখ ৪৪ হাজার টন কয়লা গায়েবর বিষয়টি জানাজানি হয়। ওই ঘটনায় চার কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে যেটির তদন্ত করছে দুদক।

 

সংশ্লিষ্ট সংবাদ

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর