কোরবানির ঈদ, মানেই গরম মসলার গরম অবস্থা। সারা বছরের চাহিদার প্রায় অর্ধেকই হয় এ সময়ে। কুরবানির ঈদের আগে তাই বরাবরের মতো রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মসলার চাহিদা।
রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, পাইকারীতে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ১ হাজার ৬শ থেকে ২ হাজার টাকায়, জিরা প্রতি কেজি ৩৪০ থেকে ৪শ ১০ টাকায়, লবঙ্গ ১ হাজার ৫০ টাকায়, আর দারুচিনি বিক্রি হচ্ছে ২শ ৯০ টাকায়।পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে যা আগের সপ্তাহের চেয়ে কিছুটা বেশি।এলাচ আর জিরার দাম কিছুটা বাড়লেও অন্যান্য মসলার দাম তেমন বাড়েনি বলে জানান বিক্রেতারা। এছাড়া মসলার সরবরাহও স্বাভাবিক রয়েছে।
তবে মসলার দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ অভিযোগ করলেও কারো মতে তা সহনীয়।
ঈদের আরো বেশ কিছুদিন বাকি। সামনের দিনগুলোতে যথাযথ নজরদারি থাকলে বাজার স্বাভাবিক থাকবে বলে আশা ক্রেতা-বিক্রেতার।