channel 24

সর্বশেষ

  • নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া...

  • ইটপাটকেল-টিয়ারশেল নিক্ষেপ; পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন

দুই পরাশক্তির বাণিজ্যিক লড়াইয়ে কোন পথে হাঁটবে বাংলাদেশ?

দুই পরাশক্তির বাণিজ্যিক লড়াইয়ে কোন পথে হাঁটবে বাংলাদেশ?

চীনের এক অঞ্চল এক পথ নাকি যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক ইকোনমিক করিডোর?

কোন পথে হাঁটবে বাংলাদেশ? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বড় শক্তিগুলো যখন অর্থনৈতিক যুদ্ধে জড়িয়ে পড়েছে তখন বাংলাদেশকে যথেষ্ট হিসাব করে এগোতে হবে। কারণ বিশ্বশক্তিগুলোর অর্থনৈতিক লড়াই প্রভাব ফেলতে পারে এই অঞ্চলের ভূরাজনীতিতে। 

বিশ্ব অর্থনীতির দুই পরাশক্তি চীন-যুক্তরাষ্ট্র। দেশ দুটির কথার লড়াই এখন রূপ নিয়েছে বাণিজ্যিক লড়াইয়ে। সেই সাথে জারি আছে বিশ্বকে নিজেদের মতো ভাগ করার প্রতিযোগিতাও। একদিকে এক অঞ্চল একপথ বাস্তবায়নে মরিয়া চীন ঢালছে কাড়ি কাড়ি টাকা। অন্যদিকে জাপানকে নিয়ে যুক্তরাষ্ট্র নেমেছে ইন্দো-প্যাসিফিক করিডরের প্রচারণায়। আর এ দুই কর্মসূচির মাঝে পড়ে শাঁখের করাতে বাংলাদেশের মতো দেশগুলো। 

একক দেশ হিসেবে দেশের সবচেয়ে বড় রপ্তানির বাজার যুক্তরাষ্ট্র। আর পদ্মা সেতু, কর্ণফুলিল টানেল, পায়রা গভীর সমুদ্রবন্দরসহ অর্থনৈতিক অগ্রগতির মূল অবাকাঠামো নির্মাণে বড় বিনিয়োগ চীনের। ফলে উভয় দেশের সাথেই ভারসাম্যমূলক সম্পর্ক রক্ষা জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, তা না হলে সুখকর হবে না বাংলাদেশের অভিজ্ঞতা। 

 

 

 

 

 

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর