channel 24

সর্বশেষ

  • কুমিল্লায় সিজারে নবজাতক দ্বিখণ্ডিত: আয়া ও পরিচ্ছন্নতাকর্মী সাময়িক বরখাস্ত

  • বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে...

  • রিটের শুনানি ১ অক্টোবর পর্যন্ত মুলতুবি

  • রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের একসাথে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান

  • নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার আহবান রাষ্ট্রপতির

  • ১৮ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে স্বল্প পরিসরে ফেরি চলাচল শুরু

  • ১০ ঘণ্টা পর রাজধানীর মহাখালী টার্মিনাল থেকে বাস চলাচল শুরু

  • চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত

হোটেল ও রেস্টুরেন্ট খাতে তিন শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব 

হোটেল ও রেস্টুরেন্ট খাতে তিন শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব 

হোটেল ও রেস্টুরেন্ট খাতে ৩ কোটি টাকা আয়সীমা পর্যন্ত ৩ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব দিয়েছেন এ খাতের সংশ্লিষ্টরা। 

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে রেস্টুরেন্ট ও আউ্টসোর্সিং খাতসহ বিভিন্ন সংগঠনের সাথে প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানান তারা। পাশাপাশি ভ্যাট আইন সংশোধন করে এ খাতের সকলকে ভ্যাটের আওতায় আনার দাবি জানান। এদিকে, এনবিআর চেয়ারম্যান ভ্যাটের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে আশ্বাস দেন। প্রতি বছরই বাজেটের আগে বিভিন্ন সংগঠনের সাথে প্রাক বাজেট আলোচনায় বসে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। এরই ধারাবাহিকতায় বুধবার রেস্টুরেন্ট, আউটসোর্সিং সংগঠনসহ বেশ কয়েকটি সংগঠনের সাথে আলোচনা করে সংস্থাটি।

যেখানে  এসব খাতের ভ্যাট সংক্রান্ত নানা আলোচনা উঠে আসে। এ সময় বক্তারা, হোটেল ও রেস্টুরেন্ট খাতে ৩ কোটি টাকা পর্যন্ত  কর আয়সীমা ৩ শতাংশ রাখার প্রস্তাব দেন। পাশাপাশি বর্তমান ভ্যাট আইন সংশোধন করে সকলকে ভ্যাটের আওতায় আনার দাবি জানান। আলোচনায় আউটসোর্সিং খাতের  বিষয়টিও উঠে আসে। বক্তারা বলেন তথ্য-প্রযুক্তির কারণে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নয়নের ব্যাপক প্রসার ঘটলেও এ খাতে অনেক অদৃশ্যমান লেনদেন হওয়ার কারণে ভ্যাট ফাঁকির সুযোগ থাকে। 

তাই সকল লেনদেনকে ভ্যাট ও ট্যাক্সের আওতায় আনার দাবি জানান আউটসোর্সিংয়ের এই কর্মকর্তা। সভায় এনবিআর চেয়ারম্যান  বাজেটে ভ্যাটের  বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি সরকারি কোষাগারে যাতে ঠিকমত ভ্যাট জমা হয়, সে বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

 

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর