channel 24

সর্বশেষ

  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে...

  • নিউইয়র্ক যাওয়ার পথে যাত্রাবিরতিতে লন্ডনে প্রধানমন্ত্রী

  • কক্সবাজারের উদ্দেশে সড়ক পথে আ.লীগের সাংগঠনিক সফর শুরু...

  • নির্বাচনে জনপ্রিয় ব্যক্তিদের মনোনয়ন দেয়া হবে: কুমিল্লায় সেতুমন্ত্রী

  • রেলপথের মতো সড়কপথের প্রচারণাতেও ব্যর্থ হবে আ.লীগ: রিজভী

  • ২০১৮'র শেষ অথবা ২০১৯'র শুরুতে জাতীয় নির্বাচন: সিইসি...

  • আইনগত ভিত্তি পেলেই ইভিএম ব্যবহার করা হবে

  • নরসিংদীতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি; ভাইবোনসহ ৩ জনের মৃত্যু

এখনও উর্ধ্বমুখী পেঁয়াজের বাজার

এখনও উর্ধ্বমুখী পেঁয়াজের বাজার

প্রতিবছর এসময় পেঁয়াজের বাজার স্বাভাবিক থাকলেও এবছর এখনও উর্ধ্বমুখী নিত্যপণ্যটির দাম।

এরই মধ্যে বাজারে এসেছে নতুন মৌসুমের দেশী পেঁয়াজ। তবে সরকারি বিপণনকারী সংস্থা টিসিবি'র হিসাবে এখনও এর দাম গেল বছরের একই সময়ের চেয়ে তিন গুণেরও বেশি। এদিকে, কমছে না আমদানি করা পেঁয়াজের দামও। গেলবছর যেটি প্রতিকেজি বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকায় এখন তা বিক্রি হচ্ছে প্রায় ৬০ থেকে ৭০ টাকায়। বাজারে দেখা মিলতে শুরু করেছে নতুন মৌসুমের দেশী পেঁয়াজ। এতে, আগের চেয়ে কিছুটা দাম কমলেও অন্যান্য বছরের তুলনায় এখনও তা তিন গুনেরও বেশি। সরকারি বিপনন সংস্থা টিসিবির হিসাবে একই সময়ের তুলনায় দেশী পেঁয়াজের দাম এখনও বেশি ১৭০ শতাংশ।    

দেশী পেঁয়াজের দাম কিছুটা কমলেও ভারতীয় পেঁয়াজের দাম এখনও রয়েছে অনেকটা অপরিবর্তিত। বরং গেল দুই দিনের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে প্রায় দুই টাকা। টিসিবির হিসাবে গেল বছরের একই সময়ের তুলনায় যা ১৮৮ শতাংশ বেশি। রাজধানীর বৃহৎ পাইকারী বাজার শ্যামবাজারে প্রতিকেজি দেশী পেঁয়াজ ৫৪-৫৬ টাকা আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়। এদিকে, কারওয়ান বাজারে নতুন দেশী পেঁয়াজ ৬০-৬৮ এবং আমদানি করাটি বিক্রি হচ্ছে ৬২-৬৪ টাকায়। তবে, স্থানীয় মুদি দোকানগুলোতে এটি বিক্রি হচ্ছে আরো ১০-১৫ টাকা বেশিতে। বাজারে কিছুটা কম দামে নতুন মৌসুমের দেশী পেঁয়াজ কিনতে এসে এখনও বাড়তি দাম দেখে অনেকটা হতবাকই হচ্ছেন ক্রেতারা। বাংলাদেশে পেঁয়াজের বাৎসরিক চাহিদা ২৬-২৮ লাখ টন। 

 

সর্বশেষ সংবাদ

বিজনেস 24 খবর